দৈত্যকুলে প্রহ্লাদ?
 
মানুষের মুখ খুঁটিয়ে খুটিয়ে দেখি।
বুঝলাম সার-
সবাই মানুষ, তবু সবাই পৃথক
আহা যেন রামধনুর বৈচিত্র্য!
মধু! মধু!
 
সব বৈচিত্র‍্যের ইজারা যে
আজ ওদের পকেটে।
ভূ-প্রকৃতির বৈভব আর বৈচিত্র্য
হাভাতের মত চেটেপুটে সাফ,
সেই আদম-ইভ থেকে।
 
প্রতিবাদে
ভাবছি একদিন লিখব না কবিতা!
 
পেন-ডাউন স্ট্রাইক!

পঙ্কজ কুমার চ্যাটার্জি।

সুপ্রভাত।
🍂🍂

(ভ্রমঃ একটি শব্দ লিখতে গিয়ে বারে বারে ভেঙে যাচ্ছে। ক্ষমা করে দেবেন।)