ভাবনার উৎস সন্ধানে
 
ভাবনাগুলি কখন আসে, কেন আসে আর কখন যায়, কেন যায়, অনেক ভেবেও উত্তর পাইনি। পর্দার পিছনে মূর্তিমানরা কায়াহীন হয়ে গায়ে লেপটে থাকে, সারাক্ষণ। ধরা পরার জালগুলো এমন যে রাঘব-বোয়ালের দিকে ফাঁকগুলি প্রয়োজন মাফিক বড়।
 
বিমূর্ত ভাবনাগুলি নিয়ে আমরা দাঁড়াই জড় মূর্তির সামনে, দেবতার। আপন মনে হৃদয়স্থ দেবতার আরাধনা করি না। রাস্তায় পড়ে থাকা নরদেবতাকে অগ্রাহ্য করি। তখন আমরা বেমালুম ভাবনাহীন হয়ে যাই।
 
কি চাই আর কি চাই না তাও ভাবি না। এই ভাবনাগুলি আসে না। আবাহন করতে হয়।  
 
পঙ্কজ কুমার চ্যাটার্জি।

সুপ্রভাত।
🍂🌷