জগতে সূর্যের আলো দেখিলাম যে মায়ের দানে ।
প্রথম ক্রন্দনে মা দেখিলেন যে মনে-প্রানে ।
শুকনো কাপড় ভিজাইয়া নোংরা করিলাম বারে-বারে ।
বুঝিনা কত কষ্ট? চাহিয়া থাকি তাঁহারে ।
যতবার জ্বালা,যন্ত্রণা,কষ্ট দিলাম মাতারে,
ততবার সন্তান বলে চুম্বন দিল মোরে ।
একটুখানি আঘাত পেলে সন্তানের গায়ে,
মায়ের বুক কেঁপে ওঠে ব্যাথার ভয়ে ।
কান্না দেখিতে চায় না,চায় যে মুখের হাসি ।
তবেই মা জননী সর্বদা থাকেন খুশি ।
বড়ো হলেও ছেলেরে রাখি চায় যে কোলে ।
ভুলিতে পারে সম্পদ,কিন্তু ভুলে না ছেলে ।
মা যদি সন্তানের ফিরে পায়রে সামনে,
আগের মতো কষ্ট আর থাকে না মনে ।
মা জননী , সন্তানের মৃত্যু হয়তে বাঁচাতে,
খুশি-মনে সকল দায়িত্ব নেয় যে আপন হাতে।
তার সুফলের তরে প্রার্থনা করেন সর্বদা।
মায়ের মন-হৃদয় যে পবিত্র কাগজের মতো সাদা।
মায়ের সমতুল্য যে নাই আর দুনিয়ায়।
তবু কেনো মোরা তাঁহারে ভুলে যায় ?