রাস্তাতে বাজার আর
রাস্তাতে হাট,
দুই একটি দোকান নয়
গুণে দেখি ষাট ।
এমন চিত্র দেখি আমি
সারা রাস্তা ঘুরে,
আমার কাছে আমার পাশে
দূরে বহু দূরে ।
হাট বাজারের দরকার রাস্তা
গাড়ীর জন্য নয়,
গাড়ীর যাবে হাওয়ায় ভেসে
সেথা লোক দাঁড়িয়ে রয়,
রাস্তা খেয়েছে দোকানিরা
গাড়ী খাবে কি ?
তবে তো জ্যাম থাকবেই
মুক্তি পাবে কি !
কে ভাবে গাড়ীর কথা
ভাবে কে জ্যামের কারণ ,
নেতা অন্ধ টাকার কাছে
তাই করেনা বারণ ।
-সমাপ্ত-
তারিখ : ১১/১০/২০১৫ ইং ।