(উৎসর্গ : সুবর্ণাকে)
**********************************

তুমি আমাকে কষ্ট দেবে দাও
আমি তোমার সব কষ্ট মনের গভীরে লুকিয়ে রাখবো ,
তুমি আমায় ব্যথা দেবে দাও
আমি তোমার সব ব্যথা বুকে লুকিয়ে রাখবো ।

তুমি আমায় অকথ্য ভাষায় গালি দেবে দাও
আমি তোমার সব গালি মন থেকে মুছে রাখবো ,
তুমি আমায় দোযখের যন্ত্রণা দেবে দাও
আমি তোমার সব যন্ত্রণা এ দেহে চেপে রাখবো ।

তুমি আমাকে এ পৃথিবীর কাছে ছোট করবে করো -
তুমি আমাকে এ পৃথিবী থেকে ধ্বংস করবে করো –
তুমি আমাকে কেটে ফেলবে ফেলো-
তুমি আমাকে মেরে ফেলবে ফেলো-
আমি তোমার সবটাতেই রাজি আছি– তাইতো কাছে আসি ,
মনে রেখো আমাকে তুমি যা যা দেবে –
তার থেকে অনেক বেশী গুণ তুমি পেতেও পারো
কষ্ট ,ব্যথা, যন্ত্রণা,  সব ;
ভাবতে পারো এ সব আমি তোমায় দেবো ! না আমি দেবোনা !
দেবেন বিধাতা ; কারণ আমি যে তোমায় অনেক ভালোবাসি ।

-সমাপ্ত-

*************************************************************

*কাউকে কষ্ট দিয়ে সুখে থাকার আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয় , মনে রেখো এর থেকেও অনেক গুণ বেশী কষ্ট তোমার জন্য অপেক্ষা করছে ।
                              
                                                                                                                          -হযরত উমর (রা)


বিশেষ দ্রষ্টব্য:  হযরত উমর (রা) এর উপরোক্ত বাণীটিকে দেখেই আমার লেখার উৎসাহটা বেশী জাগে কারণ যাকে এ লেখাটি  উৎসর্গ করেছি, সে ক’দিন আগে বলেছিল সে আমার থেকে দূরে চলে যাবে তখন থেকেই এমন একটি লেখা মনে মনে ভেবে আসছিলাম ঠিক তার ক’ দিন পরেই হযরত উমর (রা) এই বাণীটি আমার চোখে পড়লো ।

তারিখ : ১৮/০২/২০১৫ ইং ।