***************************
ডানে বামে ছোট বড় সবার মুখে
ভ্যালেন্টাইনডে চোদ্দ,
হিন্দু মুসলিম খ্রিষ্টান সবাই যেন এক
রয়েছে আরও বৌদ্ধ ।
ফুল দোকানে দাম কষাকষি
গোলাপ রজনী বকুল হাসনাহেনা
গান্ধী ডালিয়া চাপা শিউলি
যায়না যে আজ কোনটা কেনা ।
আমি ভাবি কি দেবো তোমায়…
কলমি নাকি কুমড়ো ,
নাকি পথের ধারে ফোটা অচেনা কোন ফুল
নাকি ঝোপে ফোটা ডুমড়ো ।
কেউ দিবে লক্ষ্য টাকায়
কেউ দিবে হাজারে হাজার,
যাদের আছে ভুঁড়ি ভুঁড়ি
তাঁরাই কিনবে এমন বাজার ।
আমি ভাবি কি দেবো তোমায়…
ও সবের কি মূল্য আছে ?
আমি তোমার ঠোঁটে কিংবা কপালে দেবো চুমো
আর আমার ভালোবাসো যতো আছে ।
ও সবের কি কোন মূল্য আছে বল ?
আমার হাজার স্বর্গ ভালবাসার চেয়ে,
ও সবে কখনও জীবন চলেনা
আমার ভালবাসায় তোমার জীবন তরী যাবে বেয়ে ।
-সমাপ্ত-
তারিখ : ০৬/০২/২০১৫ ইং ।