(উৎসর্গ : সুবর্ণাকে)
****************************
তোমার এক চোখে কান্নার জল
অন্য চোখে সুখের ,
তোমার সেই কান্নার জলে ভেজাও আমায়
কষ্ট বাড়াও বুকের ।
তোমার মুখের এক পাশে খিট খিটে মেজাজ
আর এক পাশে হাসি,
তুমি তোমার খিট খিটে মেজাজে করে যাও বকা
যেন আমি মরি গলায় দিয়ে ফাঁসি ।
তোমার মনের এক পাশে আমি
অন্য পাশে পুরনো কেউ,
তুমি পুরাতনের ভিড়ে হারিয়ে ফেলো আমায়
তোমার দেওয়া কষ্টতে বুকে বাড়ে ব্যথার ঢেউ ।
তোমার এক হাতে বিষের পেয়ালা
অন্যের জন্য সুখের স্বর্গ অন্য হাতে,
আমায় তুমি ধিক্কার জানাও সর্বক্ষণ
বিষ খাইয়ে মারো দিনে রাতে ।
অথচ তোমার কাছে এখন কেবল আমিই
সেই সব সুখের পাওনা ,
তুমি আমাকে সেই সুখ থেকে দূরে সরিয়ে রাখো
একটুও সুখ- তুমি আমায় দাওনা ।
-সমাপ্ত-
তারিখ : ০৫/০২/২০১৪ ইং ।