উৎসর্গ:(সুবর্ণাকে)
***************************************
কতোটা কষ্টে কাটে এক একটি রাত
তা কি তুমি কখনও ভাবো ?
তোমার ভাবনায় কাটে আমার এক একটি দিন
তা ভাবিয়া কি তুমি একটি রাত ও জাগো ।
মাঘের এই শীতে দু- চোখের জলে
শীতল হয়ে যায় আমার সারা শরীর,
এ পিঠ ও পিঠ করে নিমিষেই রাত কেটে যায়
থেমে নেই সময়;তাকিয়ে দেখি চলছে কাটা ঘরির ।
তুমিই তো বল তুমি আছো আমার খুব কাছে
বলতে পারো তবে কেন আমার নিজেকে একা মনে হয় ?
ভাবনা শেষে চোখের জল যখন শুকিয়ে যায়…
ঠিক তখনি অবিশ্বাসে বিশ্বাস হারায় তোমাকে হারানোর ভয় ।
তোমায় নিয়ে আমি তখনো অবিরাম ভাবি
যখন তোমার পথে আমি করি যাওয়া আসা ,
জানো সে দিন আমি মৃত্যু থেকে বেঁচে এসেছি
তোমার জন্য আমার হতেও পারে পরোপারে বাসা ।
মাঝে মাঝে আমি তোমায় এমনিতেই বলতাম;
আমি যদি মরে যাই তখন;আমি মরে গেলে?
তুমি বলতে তুমি মরে গেলে তাতে আমার কি
আমি কাঁদবো না একটুও... চলে যাবো সব ফেলে ।
তখনো আমি তোমায় নিয়ে নীরবে ভাবি
তোমার অজান্তে মনের দুঃখ লুকিয়ে হাসি ,
দুই একটি দীর্ঘ নিশ্বাস ছেড়ে মনটাকে হালকা করে
আমি বলি-আমি তোমাকে ছাড়া বাঁচবোনা আমি যে তোমাকে অনেক ভালবাসি ।
তুমি আমার থেকে চলে যাবে দূরে…
অন্য কারো সাথে বাঁধবে ঘর থাকবে সুখে নেবো না আমি তা মেনে ।
খুন করে ফেলবো আমি তোমাকে
প্রয়োজনে আমি কলঙ্ককিতো হবো তুমি তা ভাল করে নিও জেনে ।
-সমাপ্ত-
তারিখ : ২৭/১১/২০১৪ ইং ।
banglanews26.com