খোকন শোনা খোকন শোনা চল,
অ, আ, কিংবা ক, খ, বল ।

বিকাল হলে যাও স্কুল মাঠে ,
মন দাও ঠিক সময়ে  পাঠে ।

অনেক বড় হতে যদি চাও,
নিয়মিত স্কুলে যাও।

আরো বড় হতে চাও যদি ,
দিও পারি সাগর আর নদী ।

খোকন শোনা খোকন শোনা আয়,
রেখো খেয়াল সর্বক্ষন গাঁয় ।

অনাহারে কেউ আছে নাকি,
যার মৃত্যু শুধু বাকি ।

খোকন শোনা নিও তুমি রোজ,
কষ্টে থাকা সে সব লোকের খোঁজ।


সমাপ্ত
৩০/১০/২০১৪ ইং