( উৎসর্গ : সুবর্ণাকে )
********************************
তুমি কি কখন ও ভেবে দেখেছো আমাকে নিয়ে
তোমার দেওয়া কষ্টতে আমার চোখে জল এসে যায়,
তুমি কি তাকিয়ে দেখেছো আমার চোখের দিকে
দু চোখের জলে নীরবে আমার বুক ভেসে যায় ।
তুমি কি কখন ও কান পেতে শুনেছো
আমার মনের গহীনের শব্দহীন কান্না,
তুমি কি তাকিয়ে দেখেছো আমার মুখপানে
খাওয়া হয় না কতদিন; হয় না কতোদিন রান্না ।
তুমি কি তাকিয়ে দেখেছো আমার দেহের দিকে
কতোটা শুকিয়ে গেছি আমি আর আমার মন,
তুমি কি তাকিয়ে দেখেছো আমার হৃদয় মাঝে
তোমার দেওয়া আগুনে পুড়ছে এ হৃদয় বন ।
আমি যখন তোমার সামনে এসে দাঁড়াই;বসি কিংবা শুই -
তুমি আমায় কুকুরের মতো দূর দূর করে দাও তাড়িয়ে,
হয়তো তোমার মতে তুমি তাকেই ভালোবাসা বল
তোমার মিথ্যা ভালোবাসার ছলনার হাত দাও বাড়িয়ে ।
-সমাপ্ত-
তারিখ : ২৫/১০/২০১৪ ইং ।