(উৎসর্গ : সুবর্নাকে)
*************************

আমি তোমাকে হারাতে চাইনা মুন্না
হারালে জানি আর পাবোনা,
তোমার পরে ভাল বেসে কেউ ডাকলে কাছে
আর কখন ও আমি যাবোনা ।

আমি তোমাকে হারাতে চাইনা শুভ
চাইনা তুমি আমার থেকে যাও চলে ।
অন্যের সাথে চলো অন্যের সাথে কথা বল
তোমার অতীত আসুক ফিরে মনটা ভেঙ্গে যাক গলে ।

একবার ও কি ভেবে দেখছো মুন্না
কে ছিলে তুমি কি ছিল তোমার কর্ম ,
নাকি আবার ও হারাতে চাও নিজেকে সুখের স্রতে
কিছুতেই মানছোনা তাই তোমার ধর্ম ।

আমি তোমার অতীত মুছে দিতে চাই শুভ
ভোলাতে চাই তোমার পাপের সেই দিন,
আমার কথা শোন;ফিরে আসো আমার পথে
সত্যি বলছি শোধরিয়ে দেবো আমি তোমার ঋণ ।


তুমি কি ভাবো মনে মনে বার বার শুভ
আমার থেকে চলে গিয়ে অফুরন্ত সুখ পাবে,
নতুন করে খুঁজে নেবে কাউকে আবার
তার বুকে মাথা রেখে আমার কথা ভুলে যাবে ।

তাকে নিয়ে নতুন করে বেঁধে নেবে ঘর
আমার থেকে চলে যাবে দূর বহু দূরে...,
তোমার আমার না হয় যেন দেখা কোন দিন
হাজার খুঁজে না পাই যেন তোমায় দেশ-দেশান্তর ঘুরে ।




-সমাপ্ত-

তারিখ : ২৫-০৮-২০১৪, 12:30 pm ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : khmahabub@yahoo.com