মা বলে ছেলে আমার অতি লক্ষ্মী সোনা ,
বয়স হয়েছে কুড়িতে কুড়িতে জানোনা তবু গোনা ।
যাওনা তো স্কুলেতে পড়া লেখার লাগি ,
পড়ার কথা বল্লে বলো আমি আগে ভাগি ।
খেলা ধুলা করে তুমি না ধোও কভু হাত ,
বাড়ি এসে জলদি বল দাও মোরে ভাত ।
ছেলেদের সাথে কর ঝগড়া প্রতিক্ষণ ,
তুই এখন দূরে যা ভালো লাগেনা ঘ্যান ঘ্যান ।
না করিস লেখা পড়া না করিস কাজ ,
আসুক তোর বাবা বুঝবি মজা আজ ।
রোদ্রেতে কাজ করে মাথার ঘাম পায়ে পড়ে ,
যা ক্ষেতে কর কাজ থাকিস না আর ঘরে ।
ধান নেই পান নেই খাইবি কি বল ,
ঘুরিসনা আর যাইবি ক্ষেতে চল ।
ছোট বেলা সোহাগ করে নাম রেখেছি তোর ,
জন্ম দিয়ে হলো সর্বনাশ বুঝি মোর ।
-সমাপ্ত-
তারিখ 5- 12-1998 ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : khmahabub@yahoo.com