(উৎসর্গ : সুবর্নাকে)
*************************
তোমায় আমি আদর দিলাম সোহাগ দিলাম
তোমার কপালে দিলাম ছোট একটি চুম,
তোমার দুঃখগুলো সব আমায় দিয়ে
দাওগো মুন্না-তুমি এখন ঘুম ,

সেরে যাক তোমার মাথার ব্যাথা
সেরে যাক তোমার জ্বর,
আমার কথা সত্যি হোক;আমি তোমার স্বামী;
নইতো তোমার দূরের কোন পর ।  

মান অভিমানে যখন তখন
আমার উপর হয় তোমার মেজাজ গরম,
যা-ইচ্ছে তা-বল আমায়
আমি পাই যে তখন ভীষণ শরম ।

মুন্না বলে ডাকি শুভ বলে ডাকি
ছেলের কসম খাও তুমি রেগে,
তোমায় আমি বুকে জড়িয়ে ধরি
গালে-গলায় কপালে চুমো খাই অতি বেগে ।

আমার কাজে কর্মে হাসো তুমি
অতীতের সবই যাও তুমি ভুলে,
আমার থেকে বাঁচতে দৌড়ে পালাও
দু-হাতে তোমায় শূন্যে নেই তুলে ।

-সমাপ্ত-

তারিখ : ২০-০৮-২০১৪, 11:36 pm ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : khmahabub@yahoo.com