(উৎসর্গ : সুবর্নাকে)
..........................................
আমার জীবনের অবশেষে-
তুমি এলে বধূ বেশে-
বল শুভ হারিয়ে যেতে চাও কেন
আমার থেকে দূরে,
তুমি যখন বল চলে যাবে
আমায় চিরতরে ভুলে যাবে
বার বার বল আমায়
তখন এ বুকটা নীরবে আগুনে যায় পুড়ে ।
কান্নার জলে ধুয়ে যায়
আমার অতীত সব সুখ,
কষ্টরা এসে বাসা বাঁধে
সে কষ্টতে ভরে যে আমার বুক ।
কেন মুন্না শুধু আমার সাথে করোএমন
কি দোষ আমার ...কি অপরাধ আমার...
পারোনা কি;আমায় বাবুর মতো ভালো বাসতে,
আমার হয়তো তার মতো নেই টাকা নেই অর্থ
নেই গুণ যেমন আছে তাঁর
ভাল বাসবো অনেক...আরো কাছে চাই যে আসতে ।
সত্যি বলছি আমার স্বপ্ন ছিল আশা ছিল
মনের মতো কাউকে পেলে জীবন সঙ্গী করবো ,
সারাটাজীবন এই জগতে হেঁসে খেলে
তাঁর বুকেতে মাথা রেখে ভেবেছি আমি মরবো ।
*********** সমাপ্ত **********
তারিখ : ১৯-০৮-২০১৪, 12:36 am ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : khmahabub@yahoo.com