এমন দিনে খেলেছি কত খেলা
কাগজের নৌকাতে আর
কলা গাছের ভেলা ,
উতপ্ত পানি যখন দুপুরের রোদে
পুড়ে যায় পায়ের পাতা
জেগে ওঠে কেঁচোরা; বাঁচার জন্য কোঁদে ।
চারেদিকে পানি মাঝখানের মাঠে
ক’জন মিলে ছেড়ে দিয়ে ছাগল,
খেলছি খেলা অনেক দূরে...
আমরা ক’জন পাগল ।
জেগে ওঠা কেঁচো দেখে
কারো ভীষণ ভয় লাগে ,
আজ তেমন ছবি দেখে
বার বার মনে জাগে ।
-সমাপ্ত-
তারিখ ; ২৫-০৬-২০১৪ ইং ।
বি:দ্র: কবিতাটি ‘আমার দেশের’ আজকের উপরের ছবিটি দেখে লেখা । ঘূর্ণিঝড় নামক শিরোনামের একটি খবরে ছবিটি দেয়া হয়েছিল ।
বিশ্লেষণ: কোঁদে- শব্দের অর্থ হচ্ছে, সর্বশক্তি ।