তুমি কি এসেছিলে প্রিয়া দুপুরের বেলা,
দেখে ছিলাম তোমায় আমি তোমার আসার খেলা ।
অনেক দিন পরে তোমায় দেখেছিলাম যখন,
দূর থেকে ঠিক চিনতে পারছিলামনা তখন ।
এই তুমি প্রথম তুমি পড়িতে
এখন বাজে কতো দেখতে হয় ঘড়িতে ।
আর ত এ পথে কখন ও হয়নি দেখা,
এ পথে তো প্রতিদিন আমিও যাই একা ।
ভাবিনি কভু তোমার আমার দেখা হবে ।
স্রষ্টার সৃষ্টি পৃথিবী নামক ভবে ।
সৃষ্টি কর্তার একি আজব খেলা,
তোমার সাথে হল দেখা দুপুরের বেলা ।
তোমায় না দেখে ভুলেছিলাম বেদনা সব!
স্রষ্টার নামে তোমায় ভুলে করে যাই রব ।
-সমাপ্ত-
তারিখঃ ১০/০২/১৯৯৯ ইং ।