------------------------------------------
কেমনে লিখবো লিখতে তো জানি ,
লেখা করে বন্ধ হাতের কর্মখানি ।
সারাক্ষণ থাকে কাজ দু-হাতের উপর
এভাবেই যায় দিন; বেলা গরিয়ে দুপুর ।

মনে থাকে শুধু ভাবের চিন্তা খেলা,
কখন লিখবো তা- ভেবে কেটে যায় বেলা ।
থাকিলে সময় আজ মোর হাতে,
করিতাম লেখা-লেখি আমি প্রতিরাতে ।

স্বাধীন যদি থাকতাম আমি যখন তখন,
লেখা-লেখি করিতাম আমি এখনি এখন ।
লিখে লিখে আনন্দ পাই আমি এই মনে,
গায় গান সূর্য গায় জনগণে ।

এভাবেই কেটে যায় আমার দিন রাত,
লেখা হয়না কভু  থাকেনা খালি হাত ।
হবেনা কিছু বুঝি এমনি করে-
সকালে বের হয়ে সন্ধ্যায় ফিরি ঘরে ।

………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ khmahabub@yahoo.com
তারিখঃ ১৩/০২/১৯৯৯ ইং ।