আমি একজন সাধারণ চাষী
তাইতো আমার মুখে থাকে হাসি .
সাত সকালে লাঙ্গল নিয়ে যাই মাঠের ধারে ,
খোকা ভাত খেয়ে যা – খাবো ভাত আসবো পরে ।
এইবার ফসল ফলাবো মাঠে –
লইবো ধান নিবো হাটে ।
মায়ের জন্য কিনবো শাড়ী
আবার ঘুরে ফিরে আসবো বাড়ী ।
বোনকে দেবো বিয়ে
স্বামীর ঘরে যাবে নিয়ে ।
স্বামী তাকে করবে আদরযত্ন ভালবাসা
আমার বোন স্বামীকে নিয়ে করবে কতো আশা ।
চাষী আমি চাষী – বোনকে বিয়ে দিয়ে হয়েছি খুশি
তাই এখন ঝরছে শুধু আমার মুখে হাসি ।
এতো দিন আমি রেখেছি বুকে অতি ভালবেসে
এখন সে কাটাচ্ছে দিন আনন্দে ভালবেসে ।
আর কতো দিন রাখবো তোকে দিলাম বিদায় করে
আবার আসবি আমাদের কাছে আসবি কদিন পরে ।
খাবি মুরগী সেমাই পিঠা
আর ও খাবি সেই মাঘ মাসের পিঠা ।
………….. সমাপ্ত……………
তারিখঃ ০১/০১/১৯৯৬ইং ।