আমাদের দেশে
বোশেখ মাসে
প্রাণ করে টাস টাস
যায় আর আসে ।
নেই বৃষ্টি নেই পানি
নেই হাঁটু জল,
ঘুড়ি ওড়ানো হাওয়া নেই
নেই ঢেউয়ের কল কল ।
দুপুরের গরমে মেজাজ উঠে চরমে
ভালো লাগেনা কিছু,
মেয়ে ধরে বায়না বাসায় থাকতে চায়না
নেয় যে আমার পিছু ।
গায়ে ভীষণ জ্বর কাঁপে থর থর
মানেনা তাই মানা,
আকাশে নিন্ম চাপ রোদ্রে ভীষণ তাপ
নাই তার জানা ।
………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ khmahabub@yahoo.com
তারিখঃ ১৩/০৫/২০১৪ ইং ।