আজব শহর আজব গাড়ি
ইট বালিতে আজব বাড়ী
গাড়ির আগে মানুষ চলে
বিধাতার ইঞ্জিন কলে ।
ইট পাথরের রাস্তা নয়
সারি সারি গাড়ি রয়
যায় না যে তাই সঠিক হাঁটা
চোখের পাতায় দেখি কাঁটা ।
নীচে দাঁড়ীয়ে তাকালে উপর
ঠিক যখন বেলা দুপুর
চোখে দেখি গ্লোক ধাঁধা
কাছে এলে দেখি আধা ।
গাড়ি এসে উঠে পায়ে
বাড়ী ভেঙ্গে পরে গায়ে
আছি কি যে জ্বালাতে
পারি না ভাই পালাতে
শহরেই আছি যে তবু
ক্ষমা করো...বাঁচাও প্রভু ।
****** সমাপ্ত *******
তারিখ : ০৬-০২-২০১৪ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ই-মেইল : khmahabub@yahoo.com