আমি কেন এমন হলাম
মানুষ তো হয় অন্যরকম
মানুষ হলে সুখ চাইবে
মাঝামাঝে শান্তি পাবে
বুকের ভিতর কারো জন্য গভীর একটা দিঘী থাকবে।
আমি কেন এমন হলাম
পিপাসায় জ্বলতে এলাম
ঘরকে ছেড়ে পরকে ছেড়ে
কাকে যেন ভালবাসলাম
মানুষ হলে ঘর করতাম স্বজন নিয়ে জীবন বাঁধতাম।
আমি এমন কেন
সবখানেতেই খাপছাড়া ;কে দিল যে হাতকড়া
বৃষ্টি হলে গাছ হয়ে যাই
রৌদ্র দিনে মেঘ হয়ে যাই ,আকাশে আকাশে ভেসে বেড়াই
ঝড়ের দিনে বাতাস হয়ে ,সব কিছুকে উড়িয়ে নিয়ে যাই
মাঝেমধ্যে পাখি হয়েছি
ডালে ডালে শুধু ঘুরেছি
জীবনভর্।
আমি যদি মানুষ হতাম
সব থাকতো ,রাগ দুঃখ ঘৃণা থাকতো
শুধু কারও জন্য একটা কথা থাকতো
অনিশ্চিতের ভাবনা থাকতো
যদি আমি মানুষ হতাম!
তার বদলে নদী হলাম
জীবনভর বয়ে গেলাম
সমূদ্র পর রয়েই গেল
তবু ধারা বয়েই গেল।