দিগন্তেরও ওপারে কি আছে মানুষ জানে নাই
কি আছে বকের পাখাতে , অমন উড়ে যাওয়া
তবু মানুষ ভাবে ,তবু মানুষ চায়।
আকাশের ওপারের আকাশের থেকে সুর আসে নেমে
মাটি মাঝে মাঝে ডানার স্বপ্ন দেখে
এই জলাভূমি শরের বন থেকে; কারেও যেন পড়ে মনে
দিগন্তের ওপারে।
ডাঙায় হেটে হেটে সাঁতরালে চরে উঠে
পৃথিবীতে পাখিদের আকাশের চিহ্ন মুছে গেলে
নক্ষত্রের রাতে; আকাশে আগুন জ্বেলে বল ,
থাকো।
দিগন্তের ওপারে চাও ,জলাভূমিতে শরের বনের ভিতর
থেকে দূর আকাশের গন্ধ নাও।
জীবন চলে যাবে এভাবে ,এই পৃথিবী কয়টি কথাই রাখে?
মানুষ তবু বাসবে ভালো চাইবে দিগন্তে
জানে নাই তবু , জানে তবুও।
মানুষ এমন।