০৯
অদ্ভুত এক বোধ আসে আজকাল
ভাষার গভীরে জাগে চেতনার মশাল
মানুষেরা ফিরে গেলে
আমার পৃথিবীতে একা আগুন জ্বালি
প্রতি রাতে পড়ি নক্ষত্রের চিঠি
সে ভাষার আখরে অস্পষ্ট আহবান
মানুষেরা জেগে আছে অনাদিকাল।
ঘুমাইনি কখনও; কায়ার অতলে
শ্বাশত সমূদ্র ঢেউ অনিবার
তোলে ফণা
সময় গুটালে চাদর
অদ্ভুত আধাঁর এই পৃথিবীতে আসে
শুনশান জনপদ যেন দূর্যোগ পূর্বাভাসে
তেমন স্থির বিন্দুতে এসে
বলি"আমি কে?"
আজকাল|
অদ্ভুত এক বোধ আসে আজকাল
ভাষার গভীরে জাগে চেতনার মশাল।