না সে কোন প্রকৃতি নয়,নয় কোন নারী
সে কোন বোধ নয়,নয় জীবনের উপজীব্য
দু:খ সুখের কথার সুক-সারী।
সে মহাগান,মহাসুর নয়
মানুষের প্রিয় দেবী বা নয় ভক্তের দেব
দিনশেষে নয় অরুণ অভিক্ষেপ।
তবে কি সে মানুষ?
না,না তাও নয়
অতোটা ব্যাপ্ত কী করে হয়!
সে কেউ নয়।
চলে নাই,ফিরে নাই,স্থির
চপল চলেনা,নয় অদ্ভুত গম্ভীর।
তবু সে আছে এইটুকু সকলে জানে
এই আবদার বাধ্য হয়েই মানে
মানুষেরা,আজন্ম ইতিহাসে।
হয়তো একাকী অবসরে
নিশ্চুপ ছায়াঘরে
কি ভাবে মানুষ,জানে না,জানে নাই কেউ
এমন শূন্য চোখে,চেয়ে থাকে।
কোথা থেকে সে আসে?
দৃষ্টির আড়ালে ঢাকা পড়ে চেতনা
দেখেও কেউ কিছুই দেখেনি,দেখেনা
প্রাচীন এই অস্তিত্ব বলি শোন প্রিয়তমা
বড়ই দাম দিয়ে কেনা।