এমনি এক বাদল শেষের রাতে
ঘুমায়েছিল চাঁদ, পশ্চিমের আভাতে
ডুবেছিল মনখানি অলক মেঘ বনে
হাওয়া কয়েছিল কথা
রুপার প্রলেপ মাখা জোছনার সনে।
এক বাদল শেষের রাতে
কোন সে জনমেরও আগে।
বনে বনে ফুলে কলরবে
সুগন্ধ সমীরণে,হাত ছিল
পাশে,মুখোমুখি ঘাসে বসে থেকে
বাদল শেষের রাতে।
অধরে বহুকালের অস্ফুট বানী
তুমি জানি আমি জানি
দ্বিধার তবু শিহরণ পাঁচে সাতে
ছিল এমন বাদল শেষের রাতে।
কোন সে জনমেরও আগে।