রাস্তায় রাস্তায় ব্যারিকেড চড়ে যাচ্ছে একের পর এক
ক্রমশ গলি হচ্ছে সরু
চেনা পথ কোনদিন !
নরোম আলোর দিনের মত ,চিলের ঠোঁটের মত নির্ভুল
যেন চেনা পথ ছিল কোনদিন ।
রাস্তায় রাস্তায় দিকনির্দেশ আজ
কোথায় যাবে পথ ?
খেয়াল খুশি যাত্রাকাল ,অজস্র লক্ষ্যের জাল
শেষে ,আজ মাপা পা ,রাস্তা মেপে
শীঘ্র সময়ে ,
ঘাড়ের পেছনে ব্যারিকেড রেখে
একক পথে ,যাত্রা সারা হবে
সময়ের যেকোন সময়ে
এভাবেই পথচলা শেষ হয় ।
এভাবেই জঙ্গম থেকে স্থবির হয় জীবন
গন্তব্যের আগেই শেষ হয় পথ
বেহিসেবী পদচারন ।