অক্ষরে দুঃখ লুকাও কবি?
     অক্ষর বড় দুঃখী ,
     তোমার স্বাক্ষর মুছে গেছে কবে
     দিনক্ষন সব পানসে লাগে    
     একা তুমি ,একা । জন্মের ,মৃত্যুর
     ঠিকানা আছে ,কায়া আছে কোনরকম
     চোখ আছে ,এখনও বুলি আওড়াও
     তুমি কোথায়?

     তুমি ?কে তুমি ?যে একা
     যে ঠিকানা পায়না খুঁজে
     যার তরে কোন চোখ ভেজেনি আজও
     তার ঘাম শুষেছে পথ,পৃথিবী হয়েছে আঁচল
     কোন নারী তারে বলেনি কখনও
     কত দুঃখ ! কত জল!
  
      কোন হাত ফুল নিয়ে যদি আসে
      আশ্চর্য কোমল কোন হাত !
      
       হাসালে । খুব ।

       কায়া তোমার কবর ।
       একা কবি মরে গেছে
       অক্ষর থেকেও বোবা হয়ে
       একজন মানুষ মরে গেছে ।