বন্ধু এসেছে অনেকদিন বাদে রাতভর আড্ডা । মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকে ফিরে গেছি । বন্ধুত্তের কাছে হার মানে সময় । লিখলাম একটি কবিতা
কখন কখন দিন চলে গেছে ,সূর্যাস্তে বন্ধু
যেন আমরা আজও সেই সকালেই আছি
গুপ্তচরের মত কিছু রাত চলে আসে
চলে যায় দিন আলাদা আন্দাজে ।
তবু যেন দিনমান পরে হিসেবহীন যেমন ছিলাম
তেমন আছি ।
আজো বড় হতে পারেনি স্বার্থের দেয়াল
মাটির পৃথিবীতে ।
তবু যেন রাত কেটে গেলে ফের প্রথম
সূর্য ওঠে ।
জীবন জোয়াল কাঁধে নেবার আগে বন্ধু
ভালবাসা ফিরে আসে ।
সহজ কোন মাটির পৃথিবীতে ।
নবায়ন পারভেজ