সেতু রচনা হয়নি এখানে ,হইনি তো পারাপার
মন আমার জলের সোপানে,যেন স্বয়ম্ভু ডুবোচর
লেনদেন নাই;নাই পদচিহ্ন গহন আবক্ষে।
একদিক ভরে, আরদিকে দৃষ্টি উজল।

ঘর খোঁজার খোঁজ নাই , আশ্রয়ের শমন।
মন আমার নদী কোন জলল
সময়ের শুরুশেষহীন, উর্মিমালা আছে শুধু
চিহ্নরূপে, একের পরে আর এক, উচ্ছল।