আমার সমস্ত রোদে ভেজা দুপুর
তপ্ত দুপুর পায়ে নুপুর,এই শ্যাওলা পুকুর
পুকুর ধারে জিভ বের করা নোংরা কুকুর
সব তোমায় দিলাম তুলে
অসহায়ত্ত্বে এত আনন্দ আগে কে জানতো?
আমার স্বপ্ন, স্বপ্নের ক্ষণ, অশান্ত মন
অশান্ত মন ,মনে ঘুঙুর ,এই মেঘ্লা দুপুর
মনের বাড়িতে একটানা বাজা অচিন সুর
সব তোমায় দিলাম তুলে
সমর্পণে এত সুখ আগে কে জানতো?
আমার চাওয়া পোকায় খাওয়া, আমার পাওয়া
আমার পাওয়া,অস্পৃশ্য কিছু স্বপ্নের ক্ষণ
মনের বাড়িতে শক্ত হয়েছে কিছু বন্ধন
সব তোমায় দিলাম তুলে
বাঁধনে এত আনন্দ আগে কে জানতো?