০১।
আপাত বিষাদে নিমজ্জিত ষোড়শ
এককোণে বসে চুপিচুপি
ইচ্ছেঘুড়ির লাটাই ছেড়ে দিয়ে
নিশ্চিন্তে আগামীর স্বপ্ন দ্যাখ !
ভাগ্যবান তুমি তোমার সময়
যেখানে যমুনা নদীতে বাতাস বয়
কলমীর বনে ঝিঁঝিঁ গান গায়
সেই গান আর যমুনার সুরে
নিশ্চিন্তে আগামীর স্বপ্ন দ্যাখ।
আপাত বিষাদে নিমজ্জিত ষোড়শ
দ্যাখো,জোনাক জ্বলে নদীর ধারে
এই আধারে খুঁজবে কারে?
এই আধারে ষোড়শীর ভালবাসা
এই আঁধারে শুধুই কাছে আসা।।
নিশ্চিন্তে আগামীর স্বপ্ন দ্যাখ।