০১। সমর্পণ
সে থাকে দূরে ছায়ামানবীর মত তাকে দেখা
তবু থাকে মনে ,বলে "আমি আছি ";কেন এত ব্যাকুলতা
সময় সময় বাতাসে গন্ধ তার উপস্থিতি ,কোথাও নেই
তবু সব কিছুতে যেন তার ছবি ,অদৃশ্য ঈশ্বরীর মত ।
এত করেও সারাজীবনে ,এক পলকের তরে
তার দেয়াল ভাঙা যায়নি ,মাথা কুটে সেই শক্ত পাথরে
আমি ভেঙে গেছি বারবার ,সে উচ্চাসনে দেবী হয়ে বসে
তপস্যা করা যায় তার ,স্তাবকের মত ,প্রেমিক হবো কোন সাহসে!
রাগ,কাম ,ঘৃণা ,মোহহীন তার ভালোবাসা
তবু যেন যান্ত্রিক নয় ,হলেও অমানবীয়
স্বর্গীয় প্রশান্ত সেই মুখ ,নিরাবেগ
আমার এত আবেগ নিস্ফল হয়ে যায়।
বোঝাতে পারিনি তারে মনে করি যখন
সামনে দাঁড়ায়ে মনে হয় তখন ,বুঝেছে সে সব
দূর্বল মানবের মত আমি বালির স্তূপ হয়ে যাই
সেই অলৌকিক দৃষ্টি অসহ্য বোধ হয়।।
কী বুঝাব তারে ,আমার সর্বত্র তার অবাধ
আমি অসম্পূর্ণ যখন তাকে ছাড়া ;তাকে বোঝাবার বাকী আছে ?
সে বুঝেছে সব ,যে ভালোবাসা আমি দেখিনি আমাতে
সে নিয়েছে দেখে ,আর নেই কিছু বাকী
এই অনুভূতি অস্বস্তিকর মনে হয় ,
এত কিছু চারপাশ ঘিরে ,আনন্দের আয়োজন !
আমার মধ্যে কিছু নেই ,সব দেয়া হয়েছে
তার চরণে।
শিবগঞ্জ
১৪।০৬।২০১০
০২। দূর্বিনীত
আজ কথা বলেছি তার সাথে
অতি সামান্য ,অতি নিরীহ কিছু কথা
সবটা মনেও নেই আমার ।
কালও কথা বলেছিলাম ,কথা বলেছিলাম
তারও একমাস আগে ,আরও আগে
আরও কথা বলেছিলাম ,
অতি সামান্য ,অতি নিরীহ কিছু কথা ।
বলা হয়ে যাওয়া সবগুলো কথা
আমার সর্বাঙ্গজুড়ে ,হঠাত জানালা খোলা
দমকা বাতাসের মত এখন।।
ভবিষ্যতের তোলা সব কথা ;আর
সারাজীবনের জমানো ব্যাথা
আমার সর্বাঙ্গ ঘিরে
আমাকে আদর করে ।
অতি নিরীহ কথা ,নিদারুন গোবেচারা ব্যাথা ।
মাঝে মাঝে এখন ইচ্ছে ,না না ,ইচ্ছা হয়
সারা পৃথিবী খুঁড়ে ফেলি
সব মানুষকে কবর দেই
জনপদ শশ্বাণ করে ফেলি ...।
পৃথিবী হোক মধুময় প্রান্তর
পৃথিবী অবারিত ......
পৃথিবীতে শুধু বাতাস ,মাঠ ,প্রান্তর আর আকাশ
পৃথিবীতে শুধু দূর্বাঘাস ,পৃথিবীতে বৃষ্টি
পৃথিবীতে মেঘ ,ঘন মেঘ ,শ্রাবণের নতুন মেঘ
পুরনো মেঘ ,আর পৃথিবীতে দীর্ঘশ্বাস ......
শুধু আমাদের দুজনের।
নিকেতন
২৫।০৮।২০১০