হায়রে জালিম খোদা
সৃজিলে মানুষ সৃজন কাবিল করে ;
কল্প খেয়াল ভরে।
আদম হাওড়া রে কয়ে
-দুজন দুজনার।
অথচ দুজনই তোমার।
পৃথিবী হুতাশ সয়ে।
আদম কি বাঁচে বিন শ্বাস ?
হাওয়া জানে তার নিঃশ্বাস?
তাই তারা আজও
স্বর্গ খোঁজে,
দ্রোহী মানব মানবীরা নিষিদ্ধ উদ্যানে।
ফের ফিরে পায় ; চলে যায় ঢের
ফেরারী যুগল তোমাতে মিলায়।
কেন উকি দাও ;যদি ফিরে যাও।
আরশেই নিজের?
চলে গেলে
হে ব্যাকুল
বল -আয়
আয় আয়!
তুমি কি হৃদয় যুগলে নাই?