একটি ঘর চাই বলেই কি
এত উত্তাপ আজ?
বাহিরে অন্তত কান পেতে আর
গহীনে সে ঘরের সংবাদ
করবে আর কেউ কি আন্দাজ?
ভালোবাসা চাই বলেই
এই ভীষণ জ্বর ;আর
অতলান্ত ভেতর
কেউ,কেউ নেই ;কেউ নেই আর
নেই আজ ফাদ
নাকের ডগায় ঘামের ফোটা
ঠোঁটের ভাজে ছোট্ট একটি তিল
চোখেতে নামে তার
প্রশান্তের নীল।
এত দূরে গিয়ে ফের
কাছে যেন ভাসে
মিলে যায় মিশে নিঃশ্বাসে
দরিয়ার দু 'পারেই অবিশ্বাসী ঢেউ
তবু,
সংসার আর আবেগ মোহদাস
বিরহী নিকষ জমিন এধারে
হয়নি প্রেমের চাষ।