মন আমার কাঁদে রে-
শুধুই কেঁদে যায়,
আশায় থাকে রে-
কি যেন পেতে চায়।
কি যেন খুঁজে বেড়াই
রাত দিন এক করে,
মাঝে মাঝে নিজেকে হারায়,
কোনো এক অচিনপুরে।
কি যেন ভাবে সারাদিন
কার কথা কে জানে!
ভাবছে দেখ,যেন সুকান্ত-
সেইরকমই ভাব টেনে।
কি হবে রে এত ভেবে?
ভাবছিস টা কি সারাবেলা?
দেখে তো হচ্ছে মনে,
চলছে বুঝি অন্য খেলা!
সারাদিন চায় নিস্তব্ধতা
মন লাগেনা কোনো কজেতে,
সেই খেলা বুঝি খেলছিস তুই
আজ তোর ওই মন মাঝেতে?
সতই কি তুই খেলছিলস আজ
ভাবছিস শুধু তারই কথা,
বলনা রে ভাই,বল আমায়-
এত কেন তোর ব্যাকুলতা?
যে খেলায় মন শুধু চায়,
পাওয়ার আশায় দিন গোনে সে
হৃদয় পানে হৃদয় যে ধায়,
ছুটে বেড়ায় কোন দেশেতে।
ভুল করিস আজ সব কাজেতে
বলনারে ভাই,কি হল তোর,
তোকে আজ দিতেই হবে-
সব প্রশ্নের সঠিক উত্তর।
শুনে মোর মন কহে-
বলব কি ভাই তোকে আমি আজ
আমার দুঃখের কথা শুনে,
হবেনা রে তোর কোনো কাজ।
যে খেলার কথা বলছিস তুই,
খেলব কি রে সেই খেলা আজ,
প্রকৃতি আজ বড়ই বিষণ্ণ
চলছে দেখ সয়তানের রাজ!
কারো মনে নেই ভালবাসা
কারো মনে নেই আজ প্রেম,
প্রেম টা তো দেখি হয়ে দাঁড়িয়েছে,
শুধুই একটা ফালতু গেম।
মানুষ শুধু অর্থ বোঝে,
তাছাড়া আর জানেনা কিছু।
ছুটে বেড়ায় তারই পিছনে,
ছাড়েনা সে তার পিছু।
মানুষ আজ হয়েছে পিশাচ
ভালবাসতে জানেনা তারা,
বিপদে পরে ডেকে গেলেও,
পাবেনা আজ কারো সারা।
কোথায় গেল রে ভালবাসা?
পরেছে আজ তারই আকাল,
গভীর সমুদ্রে তলিয়ে গেছে
আমি যে আজ তার কাঙ্গাল।
পারবি কি ভাই আনতে রে তুই,
একটু তারে মোর কাছেতে?
বাঁধবো তারে শক্ত করে,
রাখবো যে মোর মন মাঝেতে।
খুঁজলেও আর পাবি কোথায়,
বেঁচে আছে নাকি,আজ আর সে!
পিশাচের ওই দল গুলো দেখ্,
মেরে ফেলেছে পা দিয়ে পিসে।
এই ভেবে কাঁদি আজ আমি
শুধু ভেবে যায় সারাবেলা,
আর তুই বোকা ভেবে চলেছিস-
চলছে মনে অন্য খেলা!
খেলব রে আর কার সাথে তে,
বেঁচে তো নেই ভালবাসা!
আনতে যদি পারিস খুঁজে,
রাখতে পারি একটু আশা।
জুড়াবে এই বুকের ব্যথা,
নাচবে আবার মোর এই প্রান
ভালবাসায় ভরাবো হৃদয়,
আবার বাঁধবো ভালোবাসার গান।