জান পাখি তুই এমন কেন?
একটু নিস না খোঁজ,
তোর জন্য মনটা উদাস
কেঁদে চলে রোজ।
তোর বিহনে পাগল এ মন
পায়না খুঁজে সুখ,
কেনরে তুই অন্যের হয়ে
ভেঙ্গে দিলি এ বুক?
তোকে আজও খুঁজে বেড়াই
আমার প্রতি নিশিতে,
কেঁদে কেঁদে দু চোখ ভাসাই
তবু পাইনা পাশেতে।
একদিন তুই কথা দিয়েছিলি
যাবিনা কভু দূরে সরে,
আজ কেন তবে একা করে মোরে
চলে গেলি বহু দুরে?
তুই তো জানতি কত ভলোবাসা
দিয়েছি আমি তোরে,
তবু কেন তুই এত কিছু করে
ধোকা দিলি এই মোরে?
কিভাবে ভুলবো তোকে আমি বল
তুই যে আমার জান পাখি,
তোকে ছাড়া আজও রাত্তিরে মোর
বন্ধ হয়না দুটি আঁখি।
নির্ঘুম হয়ে কেঁদে চলি আমি
ব্যর্থতার সব কথা নিয়ে,
হয়তো কভু শেষ হবেনা তা
আমার জীবন বাজি দিয়ে।
তাইতো আমি বেঁচে আছি আজও
কষ্ট পেয়েও হাসি দিয়ে,
চাইনা বাঁচতে জান পাখি তোরে
বিন্দু মাত্র কষ্ট দিয়ে।
জান পাখি তুই হলিনা আমার
তাতে কোন দুঃখ নেই,
সবচেয়ে বেশি কষ্ট পাব
শুনবো যেদিন তুই সুখে নেই।
জান পাখি তোকে কথা দিচ্ছি
ভুলবোনা তোকে কোনদিন,
তোর সুখেতেই থাকবে সুখে
এই অভাগা চিরদিন।
বিধাতার কাছে এই মিনতি
তুই যেন ভালো থাকিস,
অভাগাকে কভু ভুলে যাসনা
এই কথাটাই রাখিস।