যাবে কি বন্ধু আমার সাথে
আমার ছোট্ট গাঁয়?
পাখ-পাখালির গুঞ্জনে ভরা
সবুজ বন যেথায়।
কিছুদুর গেলে পাহড়ী পথ
উপজাতীদের বাড়ি,
দেখলে তুমি একবার তা
করবেনা মন আড়ি।
হাঁটার পথে মাঠ আর মাঠ
যতদুর চোখ যায়,
কৃষকরা সব রোদ-ঝড় সয়ে
চাষাবাদ করে তায়।
আসলে তুমি অবাক হয়ে
বুঝতে পারবে যা,
সুজলা-সুফলা শষ্য-শ্যামলা
এই যে আমার গাঁ।