জানি একদিন চলে যেতে হবে আমাকে
চাইলেও থাকতে পারব না আর,
অন্ধকার কবরের যাত্রী হবো সেদিন
এপারে নয়, থাকব পরপার।
আমায় সেদিন নতুন করে আরো একবার
দেখতে আসবে সকলে,
কেউ গালি দিবে আমায়, কেউবা বলবে
আহা! চলে গেলো বড় অকালে।
বিদায়ের বেলা কাঁদবে আপন সবাই
আমার বিদায়ের শোকে,
সেদিন বলতে পারবনা আর কাউকে
কি হলো তোমাদের, কাঁদছ কেন দুখে?
সেদিন হয়তো আমি সবকিছু বুঝব ঠিকই
বলতে পারবনা তবু কিছু,
জীবনের শেষ যাত্রা হবে সেদিন আমার
পাড়া-পড়শীরা অনেকে থাকবে পিছু।
জানাযার শেষে আমাকে নিয়ে সকলেই
ছুটবে কবরের কাছে,
সকলে তখন ক্ষমা করে দিও আমাকে
কভুও যদি ভূল করে থাকি পাছে।