আমাদের দিন জমে আছে অন্ধকার কার্নিশে
পাথর হৃদয় ভাঙে কবিতার ভুল শব্দে
আকাশ ধরে উড়ে যায় স্মৃতিরা–অজানায়
তবে প্রত্যহ রাতে ভিড় জমায়–তৃষ্ণার অণ্বেষনে
নদীর বুকে অনেক জলতরঙ্গ ভাসত-পাড় বেয়ে আমাদের পায়ে
কখনো দূরন্ত বেগে আঁচড়ে পড়তো বুকে
সব শুকিয়ে গিয়েছে, মুমূর্ষু কচুরিপানা খুঁজে বর্ষার মৌসুম
মুছে যায় আমাদের পুরানো পথরেখা, অবিনাশী নক্ষত্র
একসময় আলো করে দেয় বন্ধ
মৃত্যুর কোলে সেও খুঁজে আমারই মতো সূর্য!
বিমূঢ় প্রেম আমাদের দিয়েছে শুধু দূরত্ব
কুয়াশার রঙ মেখে হৃদয়ে আমাদের এই বিচ্ছিন্ন
অনেক দূরে ঠেলে দিয়েছে–শহর থেকে হিমেল প্রান্তর!
সূর্যমুখী উদ্যানে প্রথম পরিচয়, কত আস্থার দু'চোখ
এখন শুধু দেখে ধু ধু মরু—
খিল হয়ে পড়ে আছে সোনার শস্যের ক্ষেত।
তবুও থেকে যায় কৃষাণের লাঙলের চিহ্ন
কেমন নিবিড় হয়ে জেগে থাকে-গভীর নিশুতিথে
চাঁদ-তারা ভালোবেসে রেখে দেয় বুকপকেটে।
সময়ের নির্মম পরিহাসে আমারও ভাঙে এক দীর্ঘ মূর্ছনা!