পাতাদের মান ভাঙেনি বলে ও পথ মাড়াই না।
ঝরা ফুলেরা ঝরুক মিশে যাবার প্রত্যয়ে।
লাঙলচষা ক্ষেত, শামুক কুড়ানো দিন, বিরহী গোধূলি মিশে থাকি তোমার হাসিতে...
মুঠোতে ধান তোলার গান।
মনভারকরা পানসি ছুঁয়ে থাকো চঞ্চল প্রিয়তম ভোর আমার।
ডাহুক পাখিরা নেমে পড়েছে
সদ্য উপছে-পড়া তোমার গা বেয়ে।
হলদে বউ, শালিক, দোয়েল, মুনিয়া গাইতে গাইতে শান্ত এখন।
কুঁয়াশাভেজা পা গুটি গুটি ঢেউয়ে ধুয়ে নেবে রাত্রির শিথিলতা।
নটে শাক দিগন্ত ছুঁতে চেয়ে কার পায়ে দলিত...
দাঁতের ব্যথায় ককানো বিকেলবেলা, ক্রন্দসী বাউল গীত।
ঝড়ের আগাম সংকেতে পিঁপড়েরা বেরিয়ে আসে।
উড়ে ঝিঁঝিঁ, ডানাওয়ালা উই। আহা সঞ্চিত ধন ফুরোয়, পুড়েই যায় স্নেহবতী কাল।
কেবল নখে লেগে থাকে জ্যোৎস্নার দাগ...