ভাঁজখোলা ভোর
খাতুনে জান্নাত
...
ভাঁজখোলা ভোরে খাঁচার পাখি আর খোলা পাখি
উভয়ের ডাকে যে প্রভেদ
রৌদ্রোজ্জ্বল দিনের আয়নায় সে প্রতিবিম্ব পড়ে না...
বোবা সেজে ঘরকন্না, হাট-বাজার নিত্য নিয়তি
কাজের লোকের হাতে লাঞ্চিত হবার দাগ
নীরবতায় নিষ্পিষ্ট হয় প্রাপ্তি ও প্রকাশের বিয়োগফল...
পাতাবাহারে কেবল পাথর-জল
একোরিয়ামে লাল-ডোরাকাটা মীনের অলস সাঁতার...
সৌর সময়ের স্থির রাত-দিন
অনুভূতির বাৎসল্যতায় হরিৎ দিনের অনুরক্ত ঢেউ
দেয়াল ভেদ করে বাইরে ছড়িয়ে দেয় ভোরের কাহিনী
অনুরাগের স্পর্শ, মোবাইলের মিসকল, ম্যাসেঞ্জার
ফেইসবুকে শুভ সকালের এটাসমেন্ট...
লেখনি থামিয়ে দেয়া ওয়েভিং মেসেজ,
সার্চিং ডিয়ার
তুমি সব ভুলে যাও
নিশ্চিন্তে নীল-জুতো পায়ে
কুয়াশামোড়া রাত্রির সমাচারসহ ঠান্ডা রেল-স্লিপার ধরো...
অগুনতি পিঁপড়ে মানুষ ছুটছে তো ছুটছে...
.....................