তোমাকে ছুঁয়ে দেব ঠিক-হে দূর্বাঘাস
খাতুনে জান্নাত
..................
হিযলের গন্ধভরা বিল যদি নস্টালজিকতাকে উস্কে দেয়
কালো কুয়াশারা অধরে আনে চৈতালী রঙের অনুভব
নীল দুঃখগুলো উড়িয়ে দেই হাওয়া হরিৎ বাতাসে
কলাবতীর মুগ্ধতায় চারুলতা দিনের আভা দেখতে দেখতে
ঘূর্ণির দেশে হারিয়ে যাবার কালে তোমাকে ছুঁয়ে দেবো ঠিক ঠিক
কান্নার কোরাসে বোলাতে বোলাতে সৃষ্টির তাবিজ
পাথর পথের ঠোকরে হারিয়ে গেলে দুঃখ নিও না- হে দূর্বাঘাস
যাবতীয় রাগি চোখ ও অনুরাগ দিবসের সাক্ষী শিকড় ও বিশাখা...
দেউড়িতে জমানো শিশুবয়েসের মাখামাখি তানপুরার মিড়
ধরে হেঁটে আসা পথ শুধু এক ঘেয়ে ঠোকাঠুকি মানিনি কোনদিন
পিতার চলার গতি পায়ে
তাই তো রক্তাক্ত পথ এতটা দূরে সরে যায়!