শিকড়ের ডাক
জানি যেতে হবে ফিরে শিকড় প্রোথিত যেখানে
ভনিতার ঝুলো-হাসিমুখে
থাকি কতো আর
অতিথী পাখির মতো পালকের জল ঝেড়ে
যেতে হবে আজন্মে বাস অভিমুখে
হাত নাড়ছে নোলকপরা বুনোলতা
দাঁড়িয়ে রসের হাসি বুকে আধো কুয়াশায়-
হালকা বাতাস নাড়ছে চিকন কাঁটাপাতা
চড়কায় সুতাকাটার কোরাস মুখরিত হতো
বটতলার ঈদগাহ মাঠ
হিটারের উত্তপ্ততা হতে রোদের উঠোন
ইটের গন্ধ ছেড়ে মাটির মিলন
ঢেউতোলা জলকন্যা ডাকছে সাঁতারের আহ্বানে
ধানচারা কচিডানা মেলে ডুবে আছে কাদাজলে
আটপৌরের অভাব স্পর্শে
কাদামাটির দুঃখ ভাগ করে নিতে যেতে হবে
লোভের শিকায় কত বাঁধা যায় হৃদয় উত্তাপ!