শাশ্বত কবিতা//খাতুনে জান্নাত
কবিতা চেয়েছো, একটি কবিতা
প্রথম ইস্কুল পালানোর ভয়ে
পিতার সম্মুখে
ফেরারী বিহবল চোখে লিখে রাখা শৈশব কবিতা-
তোমাকে দিলাম।
কৈশোরে নিষিদ্ধ নগরীতে
ছোটাছুটি আবেগের পাড়ভাঙা অভিসার-
সময়ের বুকে রাখে দৃঢ় অঙ্গিকার
প্রতিবাদী প্রথম বুলিতে প্রবল-প্রতাপ মুখে
জেগে ওঠা ধ্বনি-প্রাণ দিলাম তোমাকে।
প্রেমিকের ঠোঁটে অনর্গল যৌবনের স্তুতিগাঁথা
বাস্তব দেউড়ি বিছানো কন্টকস্তূপ
অভিমানী অশ্রুবিন্দু...
জীবনের আঁকবাঁক কর্দমাক্ত পথের উপর
নির্ঝরের মতো ঝরে পড়া অবিমিশ্র স্মৃতিরাশি
তোমাকে দিলাম।
আগামীর কুসুমিত কলেবরে
সোনালি বিন্দিয়া অংকিত প্রভাতমুখ
গোলাপী আশার ডানা ভর-করা গুঞ্জনমালা
তোমাকে দিলাম।
তোমাকে দিলাম শাশ্বত কবিতা।