........

স্পর্শ

স্পর্শ করি ডান-বাম
স্পর্শ করি ঠোঁট ও চিবুক
একবার আমার ইচ্ছার কাছে নতজানু হও;
কল্পনা বা সাহস যাইহোক
বিক্ষত যন্ত্রণা ছেড়ে স্পর্শ দাও আশা...
দু'গালে গড়িয়ে পড়া চোখের জলের মতো তপ্ত হয় হোক
বিজয়ী সম্ভবা করো
করো ঋদ্ধ সময়ের স্বর।
মিশে যাওয়া যৌবনের উত্তালতা,
দূরে চলে যাওয়া শৈশবের গান
এসব পাবো না জানি
কেবল তোমার কাছে কিছুটা তো
পাওয়া থাকে প্রেম...

স্পর্শ-২

এই তো মুখোমুখি নিস্তব্ধতার ময়ূরী
স্পর্শ কর সুরভী কালের ঘ্রাণ
তিলে তিলে জমানো ঋদ্ধতা আলো
সরিয়ে দিনের আবিলতা রাতের শ্রী-
অলিন্দে অলিন্দে বয়ে যাচ্ছে নিরিবিলি স্নিগ্ধতায়…
ধারণ করো, আবদ্ধ করো না
আলোকিত করো, আড়াল করো না
আলোড়িত করো, আবিষ্ট করো আপ্লুত করো না
উন্মুক্ত জানালা, নির্মেঘ আকাশ
প্রশস্ত পথ আর রথের গতির নিমিত্তে
এই বাড়ালাম হাত
ঝর্ণার নিক্কন আঙুলের আকর্ষীতে
চোখে দিগন্ত তটরেখা...
আসমুদ্র হিমাচল দেখা পিপাসায় রাখো চোখ
খুলে নাও বেড়ি নক্ষত্র পরিভ্রমণে…
স্পর্শ করো মাটি, ঘাস, প্রজাপতি রঙ ও রঙের বিহঙ্গ...

স্পর্শ-৩
...
তুমি ছুঁয়ে দিলে স্নিগ্ধতা
আমি ছুঁয়ে দিলে অমরতা
অথচ স্পর্শের গ্লানি
অথচ স্পর্শের কাটাল
তুমি ছুঁয়ে দিলে নীহারিকা্
আমি ছুঁয়ে দিলে পললতা
অথচ ছোড়াছুড়ি কাদা
অথচ স্পর্শের পায়ে বাধা
তুমি ছুঁয়ে ছিলে ফুল
আমি ছুঁই আবিষ্ঠতা
ছুঁলেই আগুনের হলকা
ঠান্ডা নীল আগুন,
ছাইচাপা আগুন
ছুঁলেই তান্ডব
আমরা ছুঁই জন্মাবধি
ছোঁয়াছুঁয়ি চলে মৃত্যু পর্যন্ত
কবিতা ও আমি ছুঁয়ে ফেলি মৃত্যুকেই...

স্পর্শ-৪
তোমার ঠোঁটের কাছে শহীদ হয়ে যাই, বাহুতে বিলীন
দুঃখগুলো মুছে যায় স্পর্শের ইরেজারে।
কাল ভেসে থাকে আকালের গুন হটিয়ে।  
রাশি রাশি সন্ধ্যাফুল  
ঘন আঁধারের ভেতর হাসিখুশি বিকেল,
সঘন খরায় বৃষ্টির কলতান।
তুমি ছুঁয়েছো,
ইচ্ছা পাহাড় হয়ে  আকাশে হেলান দিয়ে দাঁড়ায়।
তুমি বলেছো, সকালটা সুবাসে ভরপুর,  
দিঘির অতলে জলের সন্তরণ; আয়নার মতো ভাসছে অতীত ভবিষ্যৎ।
কান্না ঝরছে শিশির হয়ে
গল্পগুলো অলংকারে মন্দ্রিত,
কবিতাগুলো চোখ,
প্রেমের সংগীত যেন আত্মা!
হাতের তালুতে হাত বাঁধা হলে
কে আর খুঁজে পায় জ্বলন দহন!
তোমার আকাশ চোখে আমি এক তারা।
হৃদয়  ভালোবাসার সমুদ্রে  এক সোনালি মাছ।

স্পর্শ-৫

কিছু কিছু স্পর্শ উজাড় করে মায়াঘর।
কিটে খেয়ে ফেলা বৃক্ষের করুল।
ঝরা পাতার মতো উড়তে থাকে মন দৃশ্যের আড়ালে।
জ্বরের তেতো স্বাদে পোড়ায় শরীর।
গার্মেন্টস পোড়া আগুন আর বনের দাবানল।
চরের নরোম ঘর উড়িয়ে ভাসিয়ে দেয় সুনামি প্রবল।
ঘরভাঙা শালিক ভাঙা পা, পথের কিনারে আছড়ে বিছড়ে পড়ে।
কিছু কিছু স্পর্শ পোড়ায়, ভাসায়ও..