পরিচয়
(বঙ্গবন্ধু স্মরণ)
খাতুনে জান্নাত
.............................................।।
কারো ঔদার্য যখন আকাশ স্পর্শ করে,
কারো স্নেহের হাত হৃদয় মুঠোবন্দি করে,
উদ্দীপিত সংগ্রামী প্রাণ কোটি প্রাণের তোরণে ধ্বনি তোলে
জীবনের সকল গান শুধু তার জন্যে...
নিঃশ্বাসে যে বাতাস দেহকে প্রাণ দেয়
চেতনায় যে আকাশ স্বপ্নদ্রষ্টা হয়
ভালোবাসায় যে মন সমর্পিত
মুঠো মুঠো প্রার্থনা শুধু তার জন্যে
সে যখন বাদল হ'য়ে আগলে রাখে মৃত্তিকা
ছায়াতরু হ'য়ে ধরে রাখে দুপুরের নির্জনতা
পিতা হ'য়ে এক জাতির সামনে তুলে ধরে তারই পতাকা
তখন বেদনায়ও রাঙা হয় মন
হৃদয় আরশি থেকে তাকে মোছে
এমন সাহস কারো নেই...