পাথর কুড়ানো পথ
খাতুনে জান্নাত
..................।
সারাদিন এই রোদ এই হিম দ্বিখণ্ডিত ঘোর
চেপে থাকে ভাবনার বুকের ভেতর
পোশাক বাহার ঢাকে আধটুকু
বাকিটুকু একা হাতড়ায়
অলস অবশ দূর-দিনের ছায়ায়;
কালো মাটি ছিনে ছিনে আধ সেঁচা পুকুরের পাড়ে
যখন বানাত ঘর-বাড়ি
ডুবে যেত কাদা মন সংসার জ্বরে;
মমতা সরল মাখা সেদিন ভেবেছে কি রোদ হীন
স্বপ্নের বেসাতীসহ পাড়ি দেবে শূন্যতায়।
যতই আদাজল খেয়ে লাগে জীবনের পিঠে
এক আঁচিলের মতো
উদ্বাহু সে কোন পথে
জানা নাই বোঝা নাই
নতুন নতুন ঘাটে
বারবার পাতছে নোঙর।
পাথর কুড়ানো পথ চেয়ে থাকে
আধ ভেজা শিশিরের শ্বাসে--
বাড়ন্ত যৌবন চায়
ভুলচুক মেপে-ছেঁকে যদি কিছু পায়
তারই নির্যাস মেখে নেবে আতরের মতো
যখন শরীরে বয়সের বাড় বাড়ে
নতুন নতুন ক্ষত
সূক্ষ্ণ এঁদোগলি, সম্পর্কের সুতো
ঘুড়ির সুতোর মতো
লটকে থাকে ছাদের কার্নিসে
...............