জানি, দাঁড়িয়ে রয় নি কেউ পথের মাথায়
কথামালার জোনাকি ঝলকে
ডুবে যাবে একসময় দিনের কোলাহলে।
পুরনো দিনের ঘষে নেয়া আতর লোবান
ধরবে না কেউ নীরব দিনের শেষে।
অরন্যের টানে অস্তিত্বের নিবিড়তা
সামনের দিকে মন উচাটন
পৌছে দেবে বলে হেমন্তের কুহেলী সরিয়ে,
কাশফুল উর্মী উড়িয়ে বালিকা মেঘদল
ঘূর্ণি নাচায়;
আমিও নির্ভিক নির্ভরতায় আঁকড়ে ধরি
সারাতে
জংধরা লণ্ঠনের নাগরিক সুতো;
জড়ো করি জংলী লতা-ফুল
নরোম ঘাসের বুকে কচি পদচ্ছাপ ;
কখনোবা শস্যশীষের
শিশিরে ঢাকি
চোখের পাপড়ি
এবং চলতে থাকি
এভাবেই...