রেখে গেলাম ভেদাভেদের পৃথিবী-
ভেদ থেকে খুলে নিও অভেদ্য সম্প্রীতি
সাম্যের শস্য ফলিয়ে সুফলা হোক ইচ্ছার দ্বৈরথ।
ভালোবাসা সুরে বেঁধে রেখো মন অনন্ত মানবীয় ডোরে...
জেনে নেবে সকাল দুপুর রাত বলে কিছু নেই-
শুধু দিনই দিন।
সত্যের প্রবাহমানতায় মিথ্যে মরিচীকা ঘষে ঘষে খসে পড়ে,
খসে ফেলে লোভের মুখোশ।
মুখোশ গুলোকে চিনে নিও প্রতিদিন মনের আলোর স্তরে
দিও ঠাঁই
সবুজ শস্যের নিখাদ রূপ, মাধবী লতার অনুরাগ।
সুষমা নদীর গতি আর পাহাড়ের দৃঢ়তায়
শিকড়হীন মানুষের শিকড়ে স্নেহময়ী ঝর্ণাজল।
সঞ্চিত পলল মনে রাখিও স্মরণ অনাদিআদিম...