পাল
খাতুনে জান্নাত
............

ছেড়েছি বজরা পাল
ঈশান কিনারে মেঘ
ও বন্ধু এটুকু ভয়!
মীনের আত্মা বয়ে সারব সাঁতার ধূসর ধারায়
খুলে দিও বেদনার হাড়
তবেই বাঁধব প্রাণে প্রাণের বকুল।

ছুটছি দখিনা বায়ে
পেছনে শিয়াল
ও বন্ধু এটুকু ভয়!
কণ্ঠাহারে মল্লিকার ঝোপ
তুলে নে তুলে নে লুকনো আতর
আর কিছু নয়
এপার ওপার হতে মালতী মলয়
হোক বিনিময়